কৃতজ্ঞতা

একটা দীর্ঘ সময় ধরে একটা কিছুর পিছনে শ্রম দিয়ে যেতে কাছের মানুষদের অনুপ্রেরণাটা খুব বেশী প্রয়োজন হয়। সে দিক থেকে আমরা সৌভাগ্যবান। বন্ধুবান্ধব, বড় ভাইবোন, সহকর্মী, পরিবার – উৎসাহের কমতি ছিল না কোন। সময়ে অসময়ে, চায়ের কাপের আড্ডায় কিংবা স্কাইপ কলে, অজস্র সময় ধরে আলোচনা সমালোচনার সঙ্গী যারা, বার বার রিভিউ করে ভুলত্রুটি ধরিয়ে দিয়ে বাঁচালেন যারা, হতাশার তলানিতে ঠেকে যাওয়ার সময়গুলোতে উৎসাহ দিয়ে এগিয়ে আসলেন যারা – তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা। অগণিত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কিছু নাম উল্লেখ না করলেই নয়ঃ

আফরীন হোসেন
আশিকুর রহমান মুশফিক
মিরফাত শারমিন
রাশিদুল হাসান সৈকত
তাসকিনুর হাসান সাজিদ
বেনজামিন বাশার
শহিদুল ইসলাম
দেবব্রত দাস রবিন
আতিকুর রহমান স্বাধীন